ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি ছিলেন আক্তারুজ্জামান শাহীনের সহকারী।
এর মধ্যেই সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।