অনেক দিন থেকেই গুঞ্জন ছিল কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়বেন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। এবার ফরাসি তারকা নিজেই জানিয়ে দিলেন, চলতি মৌসুম শেষেই বিদায় বলবেন প্যারিসের ক্লাবটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়ে দিলেন সিদ্ধান্তের কথা।
সামাজিক মাধ্যমের ভিডিওতে এমবাপ্পে বলেছেন, ‘আপনাদের জানাচ্ছি, পিএসজিতে এটাই আমার শেষ মৌসুম। আমি চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। আগামী কয়েক সপ্তাহে আমার যাত্রা শেষ হতে যাচ্ছে। রবিবার পার্ক দে প্রিন্সেসে শেষ ম্যাচ খেলব।’
তিনি আরও বলেন, সাত বছরে এখানে অনেক স্মৃতি জমেছে। ক্লাবের প্রত্যেক কোচ, ও কোচিং স্টাফের সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশ্বমানের স্বতীর্থদের প্রতিও। প্যারিস ছাড়া কষ্টের হলেও আসলে আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। পিএসজি সবসময় আমার অন্তরে থাকবে। বিদায় প্যারিস।