পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। আগামী ৪-৫ জুলাই ২০২৫ তারিখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।
এই আয়োজনটি পাস্ট(পাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি(PUSTDS). এর উদ্যোগে এবং এটি একটি এশিয়ান সংসদীয় বিতর্ক পদ্ধতিতে আয়োজিত হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকদের অংশগ্রহণে জমজমাট বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে, যা যুক্তির মাধ্যমে চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এখানে মোট ৩২ টি দল বিতর্কে অংশ গ্রহণ করবে, এছাড়াও ৫ই জুলাই তারিখে পাবনা জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিয়ে একটি কর্মশালার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার উদ্দেশ্য হলো যুক্তিভিত্তিক সমাজ গঠন, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার এবং নেতৃত্ব গঠনে সহায়তা করা। এবারের আয়োজনের মাধ্যমে পাস্ট (পাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি আবারও প্রমাণ করলো যে, তারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি, বিভিন্ন ক্লাসরুম ও কনভেনশন হল এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতা সম্পর্কে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নিলয় জানান, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিক বৃন্দ আমাদের ক্যাম্পাস এসে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এত বড় একটি আয়োজন আমরা করতে পেরেছি, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় জন্য গর্বের। আমরা আশা করছি আগত সকল বিতার্কিক, বিচারক ও অতিথি দের ভালো একটি ফেস্ট উপহার দিতে পারবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় উপ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।