পিটিআইয়ের বিক্ষোভ ও অবরোধের কারণে পাকিস্তানে প্রতিদিন প্রায় ১৯ হাজার কোটি রুপি আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।
জিও টিভির প্রতিবেদন অনুসারে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আন্দোলনের ফলে রাজস্ব আয় হ্রাস পাচ্ছে, রপ্তানি কমছে, এবং ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিদিন দেশের জিডিপি ১৪ হাজার ৪০০ কোটি রুপি ক্ষতির মুখে পড়ছে। রপ্তানিতে দৈনিক ক্ষতির পরিমাণ ২,৬০০ কোটি রুপি এবং বিদেশি বিনিয়োগেও ৩০০ কোটি রুপি ক্ষতি হচ্ছে।
কৃষিক্ষেত্রে এবং শিল্প খাতে যথাক্রমে ২,৬০০ ও ২,০০০ কোটি রুপির ক্ষতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পিটিআই প্রধান ইমরান খানসহ দলের নেতা-কর্মীদের মুক্তি এবং নির্বাচনী কারচুপি ও সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে পিটিআই রাজধানী ইসলামাবাদের ডি-চক এলাকায় বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে অর্থমন্ত্রীর মন্তব্য দেশের অর্থনীতিতে চলমান সংকটকে আরও স্পষ্ট করেছে।
আরএস//