বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত প্রায়ই বিভিন্ন বিষয়ে মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকেন। সম্প্রতি তিনি ‘ইমার্জেন্সি’ নিয়ে হুমকির প্রসঙ্গ টেনে জানালেন যে, শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন অক্ষয় কুমার এবং কিছু কাপুর পরিবারের সদস্যও।
এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, অক্ষয় কুমার তাকে ‘সিং ইজ ব্লিং’ ছবির প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি এতে রাজি হননি। এর পর আরও দুটি সিনেমার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। কঙ্গনা এতে সাড়া না দেওয়ায়, অক্ষয় সরাসরি জিজ্ঞেস করেন, ‘আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা রয়েছে?’
কঙ্গনা উত্তরে বলেন, ‘স্যার, আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই।’ তখন অক্ষয় পাল্টা প্রশ্ন করেন, ‘তাহলে কেন আমি এত ভালো ভালো চরিত্র দিচ্ছি, আর তুমি বারবার তা ফিরিয়ে দিচ্ছ?’
এই অভিযোগের জবাবে কঙ্গনা বলেন, ‘আপনার বোঝা উচিত যে নারীদের জন্য সম্মান চাওয়া আমাদের অধিকার। আপনি নিজেও একটি কন্যাসন্তান নিয়ে ভাবুন।’
অক্ষয় যে চরিত্রের জন্য কঙ্গনাকে প্রস্তাব দিয়েছিলেন, তা তার কাছে যথেষ্ট সম্মানজনক মনে হয়নি, এজন্যই তিনি এমন কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন।
কঙ্গনা আরও জানান, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার একটি চরিত্রের জন্য সালমান খান তাকে প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব পাওয়ার পর কঙ্গনার প্রতিক্রিয়া ছিল, ‘এসব কী ধরনের চরিত্র দিচ্ছ আমাকে?’ এরপর তিনি সালমানের ‘সুলতান’ সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দেন।
সালমান তখন কঙ্গনাকে বলেন, ‘আর কী চরিত্র দেব তোমাকে!’ তবে সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ‘যদিও আমি সালমানের বেশ কিছু ছবি ফিরিয়ে দিয়েছি, তিনি সবসময় আমার প্রতি দয়ালু থেকেছেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের এখনও কথা হয়। সালমান আমার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’ দেখার জন্য অপেক্ষা করছেন।’
এমএ//