শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে সব ধরনের কোটা আপাতত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৮০তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তিতে কোটা স্থগিত করা হয়েছে। ভর্তি কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক কোটা নির্ধারণের সুপারিশ করবে, এবং সেই অনুযায়ী ভর্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ২৮টি বিভাগে মোট ১,৬৭১টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগে (এ ইউনিট) ৯৮৫টি এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগে (বি ইউনিট) ৫৮১টি আসন রয়েছে। এছাড়া, অতিরিক্ত হিসেবে ১০৫টি কোটা আসন সংরক্ষিত ছিল। এই কোটা আসনগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ২৮টি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী/জাতিসত্তা/হরিজন–দলিত কোটায় ২৮টি, প্রতিবন্ধী কোটায় ১৪টি, পোষ্য কোটায় ২০টি, চা–শ্রমিক কোটায় ৫টি এবং বিকেএসপি (খেলোয়াড়) কোটায় ১০টি আসন রয়েছে।
বিগত তিনটি শিক্ষাবর্ষে কোটায় ভর্তির তথ্য অনুযায়ী, ২০২১–২২ শিক্ষাবর্ষে ৪৬ জন, ২০২২–২৩ শিক্ষাবর্ষে ২৩ জন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৫৯ জন শিক্ষার্থী কোটায় ভর্তি হয়েছেন। এই ভর্তিগুলো মূল আসন থেকে আলাদা হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, কোটা আসনগুলো মূল আসনের অতিরিক্ত হিসেবে সংরক্ষিত ছিল এবং তা মূল আসন থেকে আলাদা। তবে, এখন এই কোটা পদ্ধতি আপাতত স্থগিত করা হয়েছে এবং ভবিষ্যতে যৌক্তিক কোটা নির্ধারণের জন্য ভর্তি কমিটি সুপারিশ করবে।