আজ (বৃহস্পতিবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আবারও ভাঙচুর চালিয়েছে। সকাল ১১:৩০ টার দিকে সেখানে এক নারীসহ দুজন গণপিটুনির শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজও গত রাতের মতো ভাঙচুর চলছিল। এই সময়, এক যুবককে বেধরক মারপিট করা হয় এবং পরে তাকে ধানমন্ডি-৩২ এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। কিছু মানুষ বলছেন, ওই যুবক জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার অন্যরা দাবি করছেন তিনি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন।
পরে, ওই ঘটনার কিছু সময় পরেই এক নারী গণপিটুনির শিকার হন। তিনি বার বার “আপা আপা” বলে ভাঙচুরের দৃশ্য দেখে আক্ষেপ জানাচ্ছিলেন, “আপার বাড়ি ভাঙতেছে” বলে। এর পরেই তাকে মারধর শুরু হয় এবং ধানমন্ডি-৩২ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। এই সময় তিনি “মাইরেন না, মাইরেন না ভাই” বলে চিৎকার করতে থাকেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। যদিও, ১০-১২ জন পুলিশ সদস্য মেট্রো শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন।