আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে পাকিস্তান কর্তৃক চালানো বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আরব নিউজ।
মুজাহিদ জানান, মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে পাকিস্তান বোমাবর্ষণ করে। এই হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ছয়জন গুরুতর আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে বর্বর এবং স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে পাকিস্তানের কর্মকাণ্ডকে কাপুরুষোচিত উল্লেখ করে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়তে থাকে। পাকিস্তান অভিযোগ করেছে যে, আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সেসব জঙ্গি পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
আরএস//বিএন