আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট।
গত চার এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসাসে ইজারা বিজ্ঞপ্তি দেন। এই বিজ্ঞপ্তিতে আফতাবনগরসহ ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তির পরই আফতাবনগরে হাটের অংশ বাতিল চেয়ে সিটি করপোরেশনকে আইনি নোটিশ দেন ইউনুছ আলী আকন্দ। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে যান।
আজ রোববার কোরবানির সময় রাজধানীর অন্যতম বড় ও জনপ্রিয় পশুর হাট আফতাবনগরে এবার আর পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানিতে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্ট আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন। এর ফলে কোরবানির সময় সেখানে পশুর হাট বসানো যাবে না।
এদিকে, এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২২টি স্থানে কোরবানির পশুর হাট বসানোর পরিকল্পনা রয়েছে। এরমধ্যে ডিএসসিসি সারুলিয়ায় স্থায়ী মার্কেটের পাশাপাশি ১১টি অস্থায়ী হাট এবং ডিএনসিসি গাবতলীতে স্থায়ী হাট ব্যবহারের পাশাপাশি ৯টি অস্থায়ী হাট স্থাপনের পরিকল্পনা করছে।