রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে সকাল থেকেই। সোমবার (২৭ মে) সকাল থেকে বিদ্যুৎ দিতে পারছে না বিদ্যুৎ অফিস।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র থেকে বলা হয়, বিদ্যুৎ টেকানো যাচ্ছেনা। আমরা এবং পিডিবি বারবার লাইন দেওয়ার চেষ্টা করে দেখেছি। লাইন দিলে, বাতাসে বাড়ি খেয়ে সমস্যা হচ্ছে। লাইন স্থির করা যাচ্ছেনা। আবহাওয়া স্থির না হওয়া পর্যন্ত, বিদ্যুৎ সংযোগও স্থির হবেনা। শুধু বৃষ্টি হলে সমস্যা হতোনা। কিন্তু দমকা বাতাসের কারণে সমস্যা হচ্ছে।
শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মো. আনোয়ার বলেন, আমরা সকাল থেকে বিদ্যুৎ পাচ্ছি না। আসলে যে পরিমাণ বাতাস এতে বিদ্যুৎ পাব বলে আসা করছি না। এতে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।
মন্নুজান হলে আরেক আবাসিক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, অনেক দিন পর রাজশাহী এলাকায় বৃষ্টি দেখছি এটা ভালো লাগছে। কিন্তু এর কারণে বিদ্যুত না পাওয়াটা আবার কষ্টের। আমার পরিক্ষা চলছে কিন্তু আমি বিদ্যুত না থাকায় পড়াশোনা করতে পারছি না।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়