ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিবাহ এখনও আলোচনার কেন্দ্রে। গত বছরের জুলাই মাসে আয়োজিত সেই বিলাসবহুল বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার শোনা যাচ্ছে নতুন খবর—মা হতে চলেছেন রাধিকা মার্চেন্ট।
গুঞ্জন উঠেছে, রাধিকা বর্তমানে গর্ভবতী এবং ধারণা করা হচ্ছে, তিনি যমজ সন্তানের মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, তিনি পাঁচ মাসের ।
যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত আম্বানি পরিবার কিংবা রাধিকা ও অনন্ত কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে এটি কতটা সত্য, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গুজবই হোক বা বাস্তব, আম্বানি পরিবারের ভক্তদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
অনেক নেটিজেনই বলছেন, “বিয়ের এক বছরের মধ্যেই যদি সন্তান আসে, তবে তা নিঃসন্দেহে খুশির খবর।” আবার কেউ কেউ ধারণা করছেন, “নতুন বছরের আগেই হয়তো নতুন অতিথির আগমন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আম্বানি পরিবারের পক্ষ থেকে।”
ভারতীয় গণমাধ্যমগুলোও বিষয়টি ঘিরে সরব, যদিও নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, আম্বানি পরিবার এই খবর নিয়ে কবে মুখ খুলবে।