খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
ঘোষণা অনুযায়ী, আজ বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যাবেন শিক্ষার্থীরা। এ সময় জাবি, জবি, ঢাবি, বুয়েট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে জানান মুসাদ্দিক।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটায় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী তিন শতাধিক শিক্ষার্থী। পৌনে দুই ঘণ্টা সেখানে অবস্থান শেষে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।