আবারও ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
গত ৯ জানুয়ারি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার এ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুজ্জামান নূর রিজভী বিশ্ববিদ্যালয়ের ফিমেল ওয়াশরুমের উপর দিয়ে মোবাইল ফোনে গোপনে ভিডিও গ্রহনের সময় হাতেনাতে ধরা পরে। কিন্তু উক্ত বিষয়ে ৩ দিন কেটে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
নিজেদের নিরাপত্তা নিয়ে সংকিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, আশরাফুজ্জামান নূর রিজভীর বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতান্তই নীরব ভূমিকা পালন করে আসছিল। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোন পুলিশ কেইস ওবদি করার প্রয়োজন মনে করে নাই।
তাছাড়াও, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং সেমিস্টার ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। দাবি আদায় না হলে আগামী ১৩ তারিখ তারা ‘মার্চ টু ইউজিসি’ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন দেশে এমপিভি প্রতিরোধে সতর্কতা জারি ।