দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময় পার করতে হয়েছে সামান্থাকে। যদিও সব কিছু সামলে পেশাদার অভিনেত্রী হিসেবে নিজের জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করেছেন এখন। কয়েক বছর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন তিনি।
এর মধ্যেই পর্দায় এসেছে ১০ বছর আগের মুক্তি পাওয়া নাগা ও সামান্থা অভিনীত সিনেমা ‘মনম’। সিনেমাটি দেখতে সামান্থা না গেলেও প্রেক্ষাগৃহে হাজির ছিলেন নাগা। আর সেখানেই বাঁধে বিপত্তি। সিনেমাটি চলাকালীন অন্তরঙ্গ দৃশ্যে ধরা পড়েন সামান্থা-নাগা। হলের মধ্যে সেসময় উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। তারা চিত্কার করে নাগা-সামান্থাকে এক হওয়ার অনুরোধ করতে থাকেন।
এমন সময় নাগার দিকে ক্যামেরা ঘোরাতেই ঠোঁটের কোণায় ফুটে ওঠে স্মিত হাসি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। তবে এবারই প্রথম নয়, ক’দিন আগেও সামান্থাকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন নাগা। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন সামান্থার মন গলানোর চেষ্টায় কোনো কমতি রাখছেন না নাগা। শিগগিরই হয়তো তাদের পুরনো রূপে দেখা যাবে।