মার্কিনের জনপ্রিয় পারিবারিক রিয়েলিটি শো ‘ফ্যামিলি ফিউড। এটি বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এবার আসছে বাংলাদেশি সংস্করণ । প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই নতুন পরিচয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
জানা গেছে,অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন তাহসান খান। দেশে ‘ফ্যামিলি ফিউড’-এর আয়োজনকে আরও জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে এই গায়ককেই নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ।
এ প্রসঙ্গে তাহসান বলেন, বঙ্গর প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড-এর মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত আমি। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব। যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।