ভারতের বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আবারও বাংলাদেশকে উদ্দেশ করে তাচ্ছিল্যপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করেছেন।
রবিবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সীমান্ত ইস্যুতে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন।
এমনকি ড্রোন হামলার মাধ্যমে বাংলাদেশের যুদ্ধে সক্ষমতা ধ্বংস করার হুমকিও দেন।
শুভেন্দু বলেন, “ওরা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে। ভারত যদি ধৈর্য হারায়, তবে ফোর্ট উইলিয়াম থেকে ৪-৫টি ড্রোন পাঠালেই সব শেষ হয়ে যাবে। আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোরও প্রয়োজন হবে না।”
তিনি আরও বলেন, “পিপীলিকার ডানা গজায় মরার জন্য। ওরা জানে না, ভারত এখন কতটা উন্নত ড্রোন প্রযুক্তিতে।”
বাংলাদেশ সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “ইউনূসের অবস্থা লাদেনের থেকেও খারাপ হবে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি ড. ইউনূসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেন।
এছাড়া পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে রাষ্ট্রবিরোধী শক্তি ও মৌলবাদী জঙ্গিবাদ দমন করতে রাষ্ট্রবাদী সরকারের প্রয়োজন। পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের বাসভূমি হয়ে গেছে।”
শুভেন্দুর এসব মন্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরইউএস//বিএন