দ্বিতীয় দফায় দুই মৌসুম কাটিয়ে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে পথচলার ইতি টানছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগপূর্ণ বার্তায় বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এই উইঙ্গার।
শনিবার (১৭ মে) লিগে ব্রাগার বিপক্ষে ম্যাচটিই ছিল বেনফিকার হয়ে তার শেষ লিগ ম্যাচ। যদিও ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় হতাশ হতে হয় দলটিকে। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া হয়, চ্যাম্পিয়ন হয় স্পোর্টিং সিপি।
ম্যাচশেষে ডি মারিয়া বলেন, ‘এটা সেই ফলাফল নয়, যা আমরা আশা করেছিলাম। আমরা চ্যাম্পিয়ন হতে কঠোর পরিশ্রম করেছি। এমন একটি বছর এভাবে শেষ হওয়া সত্যিই কষ্টদায়ক।’
বেনফিকার জার্সিতে নিজের শেষ লিগ ম্যাচ খেলার বিষয়টিও নিশ্চিত করে ডি মারিয়া লেখেন, ‘এই ক্লাবের হয়ে আবার খেলতে পারা ছিল গর্বের বিষয়। এটি ছিল আমার শেষ লিগ ম্যাচ।’
ডি মারিয়ার বেনফিকায় এটি ছিল দ্বিতীয় মেয়াদ। এর আগে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের হয়ে খেলার পর ২০২৩ সালে ফেরেন বেনফিকায়।
তবে এখনই বেনফিকার হয়ে সব শেষ হচ্ছে না তার। আগামী ২৫ মে পর্তুগাল কাপের ফাইনালে স্পোর্টিং সিপির বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন তিনি। এছাড়া জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপেও অংশ নেবেন বেনফিকার হয়ে। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই আর্জেন্টাইন তারকা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, ডি মারিয়া হয়তো শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যেতে পারেন। অন্যদিকে, ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি ও সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামিও হতে পারে তার সম্ভাব্য নতুন ঠিকানা।