বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের পর জনগণ এক নতুন বাংলাদেশ প্রত্যক্ষ করছে। এই আন্দোলনে শোবিজের অনেক শিল্পী ও নির্মাতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
সম্প্রতি চিত্রনায়ক সিয়াম আহমেদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভাই রে ভাই, আমরা কোনো ‘দেশের নেতা’ও চাই না! আমরা এমন নেতৃত্ব চাই যারা আমজনতার জন্য কাজ করবে। অতীতে এমন নায়কগিরির ইতিহাস দেশের মানুষের জানা আছে।’
সবশেষে তিনি আরো লিখেছেন, ‘এই যে মনের কথাগুলো এভাবে অকপটে লিখতে পারছি, এটাই আমার কাছে স্বাধীনতা।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন।
এমএ//