আমরা নিলে চাঁদা, আর তারা নিলে হাদিয়া -মির্জা আব্বাস
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আমরা নিলে চাঁদা, আর তারা নিলে হাদিয়া।”
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “বিএনপি যখন নির্বাচনের কথা বলে, তখন অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ কখনোই ভোটাধিকার ছাড়া চলতে পারে না। অনেকে ভোটের ভয়ে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে বাতাস দিচ্ছে, তবে বিএনপি কখনো অশান্তি সৃষ্টি করতে দেবে না।”
মির্জা আব্বাস আরও বলেন, “বিদেশে বসে কিছু লোক তরুণদের বিভ্রান্ত করছে এবং অতি উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “সরকারকে বিব্রত করা বিএনপির উদ্দেশ্য নয়, বরং সঠিক পথ দেখানোই লক্ষ্য। বিএনপির ৩১ দফার মধ্যেই সব ধরনের সংস্কারের রূপরেখা দেওয়া আছে, যা ২০২৩ সালেই ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে কিছু রাজনৈতিক দল বিএনপিকে খাটো করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।”
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন শাহবাগে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ আন্দোলনরত শিক্ষকরা ।