বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা হয়তো আগামী কোরবানির ঈদের সময় দায়িত্বে থাকবো না। তবে যতদিন আছি, দেশের জন্য সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি।’
রবিবার (২৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মনতব্য করেন তিনি।
এ সময়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাট, কাঁচা চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতির নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, কোরবানির চামড়া যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। চামড়ার যথাযথ মূল্য নির্ধারণ এবং দরিদ্র মানুষের অধিকার রক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পশুর হাটের সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে যাতে হাট এবং যানবাহন চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত হয়। এবারের ঈদে পশুর কেনাবেচাসহ সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কঠোর অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে কোরবানির বর্জ্য ঈদের দিন থেকেই ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়। তিনি বলেন, আমরা চাই নগরবাসী পরিচ্ছন্ন শহর দেখুক।
এই নির্দেশনার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি সমন্বিত ও সক্রিয় ব্যবস্থাপনার উপর জোর দেন। এই বিষয়গুলো বাস্তবায়ন করা গেলে কোরবানির সময় জনদুর্ভোগ হ্রাস পাবে। পাশাপাশি জনস্বাস্থ্য ও নগর পরিচ্ছন্নতা বজায় থাকবে বলে মত বিশেষজ্ঞদের।