এবার সংযুক্ত আরব আমিরাতে লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেছে এক প্রবাসীর, জিতেছেন প্রায় ৪৫ কোটি টাকা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আবুধাবির বিগ টিকেট র্যাফেল ড্র-তে মোহাম্মদ শরীফ নামে এক ভারতীয় প্রবাসী দেড় কোটি আমিরাতি দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের মূল্য ৪৪ কোটি ৫০ লাখ টাকার বেশি।
জানা যায়, মোহাম্মদ শরীফ এমিরেটস বিজনেস বে-তে প্রকিউরমেন্ট অফিসার হিসেবে কর্মরত। তিনি এক বছরেরও বেশি সময় আগে অনলাইনে বড় টিকেট কিনেছিলেন। শরীফ এবং তার আরও ১৯ সহকর্মী যৌথভাবে টিকিটটি কিনেছিলেন।
রোববার (৩ মার্চ) র্যাফেল ড্র’র গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে মোহাম্মদ শরীফের নাম ঘোষণা করা হয়েছে।