সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর ধানমণ্ডি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কারণে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৮ আগস্ট আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। পাশাপাশি, তাঁর পরিবারের সদস্য ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়।
ঝালকাঠি থেকে বেশ কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই বর্ষীয়ান নেতা। কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন তিনি।
আরএস/