দেশীয় শোবিজ অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা ফারিণ এখন ওয়েব ফিল্ম এবং ওটিটির অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও এখন ব্যাপক জনপ্রিয় ফারিণ।
সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম কাছের মানুষ দুরে থুইয়া বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। রোমান্টিক জনরার কাজে ফারিণ বরাবরই দুর্দান্ত হলেও থ্রিলারেও সমানতালে দেখা যায় ফারিণকে। তবে অভিনেত্রীর কাছে থ্রিলারের চেয়ে জীবনবোধের গল্পই বেশি প্রাধান্য পায়।
সেই সঙ্গে অভিযোগ উঠেছে, থ্রিলারের আধিক্যে জীবনবোধের গল্প হারিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, “আমার ক্ষেত্রে যদি বলি, আমার বেশিরভাগ কাজই কিন্তু থ্রিলার না। আমার সর্বশেষ দুটি হিট প্রজেক্টের (‘অসময়’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’) কোনোটাও থ্রিলার না। আমি ব্যক্তিগতভাবে থ্রিলারে আগ্রহীও না। চিত্রনাট্য যদি আমাকে সন্তুষ্ট করতে না পারে তাহলে থ্রিলার কোনো কনটেন্টে অভিনয়ের জন্য রাজি হই না। আমি বুঝতে পারি, গল্পে জোর করে থ্রিল আনা হয়েছে। পরে দেখি, আসলেই ঐ থ্রিলার গল্প দর্শক পছন্দ করেনি।”