এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিপুন আক্তার বলেছেন, ‘মিশা-ডিপজল দুজনই মূর্খ। তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই। তা ছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ। তাদের সঙ্গে এখন এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে।
এমন কথায় খানিকটা ক্ষেপেছেন শিল্পী সমিতির বর্তমান সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের শব্দচয়নে সংযত হলে সম্মানিত বোধ করি। চলচ্চিত্রের আমরা একে অপরকে যে কথাই বলি না কেন, অবশ্যই সংযত হয়ে বলা উচিত।
মিশা নিপুনের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আমাকে নিপুণ কথাটা কোন ভিত্তিতে বলল, পুরো ইন্ডাস্ট্রির কাছে প্রশ্ন রইল’। অন্যদিকে নিপুণকে নিয়ে মিশা বলেন, ‘নিপুণকে আমি পছন্দ করি কিন্তু। ওকে পছন্দ না করার বিন্দুমাত্র কোনো কারণ নাই। তবে আমি যে নিপুণকে পছন্দ করতাম, তাকে এখন অচেনা লাগছে। সে ডিপজল ভাইকে নিয়ে যে শব্দ ব্যবহার করল, এটা দুঃখজনক।’