বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ১৪ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। একইসঙ্গে তাদের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
বুধবার বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
তলব করা সাংবাদিকদের মধ্যে রয়েছেন- এপির ব্যুরো চিফ জুলহাস আলম, ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, ফ্রিল্যান্স সাংবাদিক নাদিম কাদির, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ, ডেইলি পিপলস লাইফের সম্পাদক মো. আজিজুল হক ভূঁইয়া, বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার নিলাদ্রি শেখর কুন্ডু, বাংলা টিভির নজরুল কবীর, গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, গ্রিন টিভির সাজু রহমান এবং বাংলাভিশনের সাবেক কর্মী আমিনুর রশীদ।
বিএফআইইউর নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এসব ব্যক্তিদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য, যেমন- অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী, নির্দেশনা প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে জমা দিতে হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, যা ১৬ বছরের টানা আওয়ামী লীগ শাসনের অবসান ঘটায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হচ্ছে।
যদি তলব করা হিসাবগুলোর মধ্যে কোনো সন্দেহজনক লেনদেন, অর্থপাচার বা অনিয়মের প্রমাণ মেলে, তাহলে তা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্তের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।