সংযুক্ত আরব আমিরাতে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করা অর্ধশতাধিক বাংলাদেশির সাজা মওকুফ করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে মিছিলে অংশ নেওয়া ৫৭ প্রবাসীকে দ্রুতই দেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে দেশটি।
প্রধান উপদেষ্টা বলেন:
“সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করার দায়ে গ্রেপ্তার হওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশির সাজা মওকুফ করেছেন। তবে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানতে পেরেছি।”