আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও আবদেলমাদজিদ তেবউন জয়ী হয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) আলজেরিয়ার জাতীয় স্বাধীন নির্বাচন কর্তৃপক্ষের (এএনআইই) বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নির্বাচনের ফল নিয়ে আলজিয়ার্সে এএনআইইয়ের প্রধান মোহাম্মদ সারফি বলেন:
“প্রেসিডেন্ট নির্বাচনে দেশের ৫৬ লাখ ৩০ হাজার নাগরিক ভোট দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তেবউন একাই ৫৩ লাখ ২০ হাজার ভোট পেয়েছেন। শতকরা হিসাবে এ সংখ্যা ৯৪.৬৫। এ ছাড়া, রক্ষণশীল নেতা হাসানি সেরিফ ৩ শতাংশ ভোট পেয়েছেন। আর সমাজতন্ত্রপন্থী রাজনীতিবিদ ইউসেফ আউসিসের ঝুলিতে পড়েছে ২ দশমিক ১ শতাংশ ভোট।”