হিমাদ্রী সাহা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আলাসকা শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘স্পষ্টভাবে জয়ী’ হয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বাস্তব ফলাফল পাননি এবং কেবল আরও বৈঠকের প্রতিশ্রুতি পেয়েছেন।
বোল্টন সিএনএনকে জানিয়েছেন, বৈঠক পুতিনের জন্য সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি বড় সুবিধা এনে দিয়েছে। তিনি বলেন, পুতিন নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন এবং কোনো যুদ্ধবিরতির চাপের মুখোমুখি হননি। বৈঠকের পরবর্তী তারিখও এখনও নির্ধারণ করা হয়নি।
বোল্টন বৈঠকের সময় ট্রাম্পকে ক্লান্ত দেখেছেন। তিনি বলেন, ট্রাম্প হতাশ ছিলেন না, তবে ক্লান্ত ছিলেন। এর মানে কী হতে পারে, সেটা ভেবে দেখতে হবে।
অন্যদিকে, ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বৈঠককে ‘খুবই সফল’ আখ্যা দিয়েছেন। তবে তিনি যুদ্ধবিরতির বদলে সরাসরি শান্তিচুক্তি চান।
প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে কোনো স্পষ্ট ফলাফল না থাকলেও, দুই নেতা একে ‘ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, আমরা এখনো সেখানে পৌঁছাইনি, তবে সেখানে পৌঁছানোর ভালো সুযোগ আছে।