জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে পরিচিত হয়ে ওঠা নাহিদ ইসলাম সম্প্রতি সরকারের পদত্যাগ করেছেন এবং তার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ করেছে। এই দলের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় নির্বাচন এবং নানা বিষয় নিয়ে তিনি বার্তাসংস্থা এএফপির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাৎকারটি ৭ মার্চ প্রকাশিত হয়।
এএফপির সঙ্গে কথা বলার সময় নাহিদ বলেন, “দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় পরিবর্তনের ইচ্ছা নেই। তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে, তারা (রাজনৈতিক দলগুলো) সেগুলোর প্রতি আগ্রহ দেখাচ্ছে না।”
তিনি আরও বলেন, “গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়। এর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমাদের দায়িত্ব ছিল। এই কারণেই আমরা নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।”
নাহিদ জানান, “আগামী নির্বাচনে আমাদের দল সরকার গঠন করতে না পারলেও, আমরা এমন একটি রাজনৈতিক শক্তি তৈরি করছি, যা আগামী কয়েক দশক ধরে রাজনীতিতে সক্রিয় থাকবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের আশা প্রকাশ করে নাহিদ বলেন, “আমার বিশ্বাস আমরা এ নির্বাচনে জয়ী হব। তবে এটি শেষ নির্বাচন নয়। আমাদের লক্ষ্য হলো এই রাজনৈতিক শক্তিকে আরও ৫০-১০০ বছর ধরে টিকিয়ে রাখা।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল না হওয়ায়, এই মুহূর্তে নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করি, তবে কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি বৈচিত্র্যের দিক থেকে এখনো প্রশংসনীয় অবস্থানে রয়েছে।”
এনসিপির প্রধান বলেন, “আমরা নারীদের সামনে এনেছি, এবং সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা।”