পবিত্র ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল, যার মধ্যে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ আর ‘চক্কর ৩০২’ নিয়ে দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিলো। এরমধ্যে কিং খান শাকিবের ‘বরবাদ’ সিনেমাটি ছিলো আলোচনার তুঙ্গে। এবার আসন্ন ঈদুল আজহা ঘিরে জমে উঠেছে নতুন উত্তেজনা। বাকি আছে আর দু সপ্তাহ। এই ফাঁকেই ঈদের সিনেমাগুলোকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সিনেমার কলাকৌকুশলিরা চালাচ্ছেন জোর প্রচারণাও। এবার ঈদে কোন কোন তারকার সিনেমা আসছে, সেটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রে।
বেশ কিছুদিন আগেই শাকিব খানের জন্মদিনে ঘোষণা আসে ‘তাণ্ডব’ নামে নতুন এক সিনেমার। ইতিমধ্যে প্রকাশ করা হয় এর ট্রিজারও। সিনেমাটি পরিচালনায় করছেন হিটমেকার রায়হান রাফী। ঈদ আসলেই শাকিব খান দর্শকদের কাছে তৈরি করেন বাড়তি উন্মাদনা। শাকিবের সাম্প্রতিক সফলতা ‘বরবাদ’ এর পর তাণ্ডব নিয়েও দর্শকের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।
অন্যদিকে আসন্ন ঈদে মুক্তির দৌড়ে রয়েছে মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমার পোস্টার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যা দেখে অ্যাকশনধর্মী গল্পের ইঙ্গিত মিলছে। যদিও নায়িকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে গুঞ্জন বলছে, ফারিণই হচ্ছেন সেই মুখ।
এছাড়া ‘কাইজার’ খ্যাত পরিচালক তানিম নূরের একটি নতুন সিনেমা নিয়েও শোনা যাচ্ছে গুঞ্জন, যদিও কোনো ঘোষণা এখনও আসেনি। সব ঠিক থাকলে তিনিও এবার ঈদের সিনেমার তালিকায় নিজের নাম লেখাতে পারেন।
ঈদে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। ‘নীলচক্র’ নামের থ্রিলারধর্মী এই সিনেমায় তাঁর বিপরীতে থাকছেন নতুন মুখ মন্দিরা চক্রবর্তী। ছবিটি পরিচালনা করছেন মিঠু খান। থ্রিলার ঘরানার হলেও, এটি পারিবারিক বিনোদনের সিনেমা হবে বলে আশাবাদ জানাচ্ছেন অভিনেত্রী মন্দিরা। এরইমধ্যে মুক্তি পেয়েছে ছবির টিজার।
আরও একটি সিনেমা যেটি এই ঈদে আলোচনায় আসতে পারে, সেটি হচ্ছে সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে, যিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। থ্রিলারপ্রেমীদের জন্য এটি হতে পারে বাড়তি পাওয়া।
এদিকে তরুণদের পছন্দের জুটি আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’ রয়েছে মুক্তির অপেক্ষায়। একইসঙ্গে আদর আজাদকে ঈদেই দেখা যেতে পারে আরেকটি সিনেমায় ‘পিনিক’। এখানে তাঁর বিপরীতে থাকছেন শবনম বুবলী, যাকে এবারই প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই সিনেমার পরিচালক আলোক হাসান।
সব মিলিয়ে ঢালিউডপ্রেমীদের জন্য সামনে ঈদটা হতে যাচ্ছে জমজমাট। একদিকে শাকিব খানের ‘তাণ্ডব’, অন্যদিকে একাধিক তারকার অংশগ্রহণে বৈচিত্র্যপূর্ণ গল্প ও ঘরানার সিনেমা। এবার দেখি, ঈদের বক্স অফিসে কার সিনেমা বাজিমাত করে।