দীর্ঘ ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদ বিদ্রোহীদের চাপে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেন। তবে সম্প্রতি মস্কোতে তাঁকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিরিয়া থেকে পালিয়ে মস্কোর একটি নির্জন অ্যাপার্টমেন্টে আশ্রয় নেওয়া আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তবে প্রতিবেদনে নির্ভরযোগ্য কোনো সূত্রের কথা উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর রবিবার আসাদ শ্বাসকষ্ট ও তীব্র কাশির সমস্যা নিয়ে চিকিৎসকদের ডেকে আনেন। রাশিয়ার সাবেক এক গুপ্তচরের পরিচালিত টেলিগ্রাম চ্যানেল জেনারেল এসভিআর-এর দাবি, আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় ধরা পড়েছে। তবে তাদের দাবির পেছনেও কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি।
রুশ সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে ঘটনা ঘিরে মস্কোর কূটনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র না ব্যক্তিগত প্রতিশোধ—কোনটির অংশ হিসেবে দেখা হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে, আসাদের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সম্পর্কেও কিছু দিন আগে তুর্কি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে সেই খবর নাকচ করে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, এই ধরনের কোনো তথ্য সত্য নয়।
এই বিষপ্রয়োগের ঘটনা ও এর পেছনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তবে আসাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। রহস্যজনক এই ঘটনাটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।