ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। রাজনৈতিক ব্যর্থতা, সিনেমার কাজ কমে যাওয়া, সর্বশেষ তৃতীয় স্বামী রাকিবের সাথে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই নায়িকা। এখন একটি আস্থার জায়গা খুঁজছেন তিনি।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাহিয়া মাহি লিখেছেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।’ এর আগে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে অভিনেত্রী লিখেছেন— ‘একা একা লাগে।’
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে একটি পুত্রসন্তানও রয়েছে। তার আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি।
৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিয়ের সম্পর্ক ছিন্ন করেন তিনি। তার আগেই অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।