বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ জুমার নামাজের পর বৃহৎ গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত জানান, শুক্রবার বাদ জুমা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে অবস্থিত ফোয়ারার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সকল রাজনৈতিক মতের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে আটটার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে এই ঘোষণা দেন হাসনাত। তার আগে সকাল আটটার দিকে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয় সেখানে।
হাসনাত জানান, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং এই স্থানেই বিশাল জমায়েত হবে। তিনি বলেন, “আজকে প্রমাণ হবে কারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের নিষিদ্ধ চায়।”
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এ বিক্ষোভে শতাধিক এনসিপি কর্মী যোগ দিয়েছেন এবং সময় সময় বিভিন্ন স্লোগানে অংশ নিচ্ছেন। এছাড়া সকাল আটটার দিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে জামায়াতের একদল নেতা-কর্মীও বিক্ষোভে অংশ নেন।