রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর ইউক্রেনীয় স্নাইপার অলেক্সান্ডার মাতসিভস্কি রুশ বাহিনীর হাতে আটক হন। একটি ভিডিওতে তাকে সিগারেট টানতে ও কবরের পাশে কুয়া খুঁড়তে বাধ্য করা হয়।
ভিডিওর পর তাকে গুলি করা হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন, যা অনেকের মৃত্যুর মধ্যে অন্যতম।
চলতি বছরের অক্টোবর মাসে, কুরস্ক অঞ্চলে ৯ জন ইউক্রেনীয় সৈন্যকে রুশ বাহিনী গুলি করে হত্যা করে। হত্যার একটি ছবিতে তাদের অর্ধ উলঙ্গ অবস্থায় মাটিতে শুইয়ে রাখা হয়েছিল। এক সৈন্যের বাবা-মা তার অন্তর্বাস দেখে তাকে শনাক্ত করেন।
এছাড়া, আরও একটি ভিডিওতে ১৬ জন ইউক্রেনীয় সৈন্যকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হত্যা করতে দেখা যায়। এসব হত্যাকাণ্ড সাধারণত কঠিন এলাকায় সংঘটিত হয়, তবে বিবিসি কিছু স্থান চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
ইউক্রেনের আইনজীবীরা জানাচ্ছেন, ২০২২ সালে ১৪৭ এবং ২০২৩ সালে ১২৭ জনকে হত্যা করা হয়েছে। যুদ্ধবন্দিদের হত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।
আরএস//বিএন