গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে, যেখানে লাখো ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) একসঙ্গে জুমার নামাজ আদায়ের জন্য ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেবেন। এটি দেশের সবচেয়ে বড় জুমার জামাত হিসেবে পরিগণিত হবে।
এ উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুমা স্পেশাল’ নামে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। জুমা স্পেশাল-১ সকাল ৯:৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ১০:১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। নামাজ শেষে মুসল্লিদের ঢাকায় ফেরার সুবিধার্থে জুমা স্পেশাল-২ বিকেল ৩:০০টায় টঙ্গী থেকে ছেড়ে ৩:৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। ট্রেন স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে এবং যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে, যেখানে আরও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেবেন।
আরইউএস