শহরে পর্যাপ্ত সূর্যের আলোর অভাবে অনেকের ইনডোর প্ল্যান্ট কেনার শখ থাকলেও তা যেন আর কেনা হয় নাহ। তবে সব ইনডোর প্ল্যান্টের আলো বা অনেক বেশি যত্নের দরকার হয় না, কিছু ইনডোর প্ল্যান্ট স্বল্প আলো ও ছায়া বেশি পছন্দ করে।
চার দেয়ালের ঘরে সতেজতা ছড়াতে ইনডোর প্ল্যান্টের ভূমিকা অনেক। এটি যেমন বিশুদ্ধ বাতাসের যোগান দেয়, ঠিক তেমনি ঘরের সৌন্দর্য্য ও বৃদ্ধি করে। মনকে শান্ত রাখার পাশাপাশি উদ্বেগমুক্ত রাখতেও সহায়তা করে। যেসকল ইনডোর প্ল্যান্ট কম আলো বাতাসেই বড় হয় তার মধ্যে কিছু প্ল্যান্টের নাম নিচে দেয়া হলোঃ
১। কাস্ট আয়রন প্ল্যান্ট

কম যত্নে ও স্বল্প আলোতে দিব্যি ভালো থাকে কাস্ট আয়রন প্ল্যান্ট। এটি সূর্যের আলো থেকে দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে, তাই অফিসে বা বাড়ির ছায়াযুক্ত স্থানে অথবা বাথরুমে এটি রাখা যেতে পারে। যারা বেশিরভাগ সময় বাইরে থাকেন তাদের জন্য এই প্ল্যান্ট বেশ সুবিধার হয়, কেন না এটি বেশি যত্ন করলে বিপরীত ফল দেয়। এজন্য এটায় বেশি পানি দেওয়া থেকে বিরত থাকতে হয়। নিয়মিত পানি দেওয়া, মাটির আর্দ্রতা বজায় থাকলে কাস্ট আয়রন প্ল্যান্ট বড় হতে থাকে। তবে এটি বড় হতে একটু সময় নিলে চিন্তার কোনো কারণ নেই। এটির ঘন ও জীবন্ত পাতা ঘরের আলো-আঁধারির জায়গায় বাড়তি সৌন্দর্য যোগ করতে পারে।
২। স্পাইডার প্ল্যান্ট

অন্ধকার ও অল্প আলোর জন্য উপযোগী আরেকটি প্ল্যান্ট হলো স্পাইডার প্ল্যান্ট। এই প্রজাতির গাছ বেশ সহনশীল হওয়ায় ঘরের উজ্জ্বল আলোতে কিংবা অন্ধকার কোণে ২ জায়গাতেই বেশ মানিয়ে নিতে পারে। যত্নের ব্যাপারে বলতে গেলে, সপ্তাহে একবার ভালো মানের ছাঁটাই কাঁচি ব্যবহার করে নিয়মিত ছাঁটাই করা এবং পানি দেওয়া যথেষ্ট। যদিও এটি একটি শক্ত প্রজাতির উদ্ভিদ, তবুও সঠিক যত্নের পদ্ধতি সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা জরুরি। স্পাইডার প্ল্যান্টকে ঝুড়িতে ঝুলিয়ে রাখলে বা শেলফে সারিবদ্ধভাবে সাজালে দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়া, এর পাতার দুটি টোনের রঙ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
৩। জেডজেড প্ল্যান্ট

যাদের গাছপালা বাঁচিয়ে রাখতে বেশি ঝামেলা পোহাতে হয়, তাদের জন্য জেডজেড প্ল্যান্ট বেশ উপকারী। স্বল্প মাত্রার আলো পেলেই এটি বাঁচতে পারে, কিছু ক্ষেত্রে কৃত্রিম আলোও এটির জন্য যথেষ্ট। তাই বাড়ির অন্ধকারাচ্ছন্ন জায়গা এটির জন্য আদর্শ স্থান। জেডজেড প্ল্যান্ট বেশিরভাগ বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে পারে, শুধুমাত্র উজ্জ্বল ও সরাসরি সূর্যালোক এটির মোমযুক্ত পাতার কিছুটা ক্ষতি করতে পারে। এ ছাড়া পানি দিতে ভুলে যাওয়ার অভ্যাস থাকলেও কোনো সমস্যা হয় না। জেডজেড প্ল্যান্টকে এক প্রকার অবিনশ্বর উদ্ভিদ বটে। তবে উদ্ভিদটির পাতা বিষাক্ত হওয়ায় পোষা প্রাণী এবং মানুষ ভুলক্রমে খেয়ে ফেললে বিপদ ডেকে আনতে পারে।
৪। ইংলিশ আইভি

ইংলিশ আইভি একটি শক্ত ও সৌন্দর্যবর্ধক উদ্ভিদ। এটি সুযোগ পেলেই লতাপাতা মেলে চারদিকে ছড়িয়ে যায়। দ্রুত বর্ধনশীল হওয়ায় ছোট কাটিং দিলেই এটি বেড়ে ওঠে। তবে, এটিকে এমন পাত্রে রাখতে হবে যেখান থেকে সহজে ছাঁটাই করা যাবে। ইংলিশ আইভি উজ্জ্বল ও পরোক্ষ সূর্যালোক পছন্দ করে, তবে এটি কম আলোতেও বড় হতে পারে। মাটি শুকিয়ে গেলে সপ্তাহে একবার করে পানি দিতে হবে। তাক থেকে এটি বেশ ক্যাসকেডিং সৌন্দর্য ছড়ায়। তবে পোষা প্রাণীর ক্ষেত্রে এটি বিষাক্ত উদ্ভিদও বটে।
৫। লাকি ব্যাম্বো

বিশেষত লাকি ব্যাম্বো সৌন্দর্যবর্ধনকারী উদ্ভিদের ক্ষেত্রে অন্যতম। এটি দেখতে ঐতিহ্যবাহী বাঁশের ছোট সংস্করণের মতো হওয়ায় নাম দেওয়া হয়েছে লাকি ব্যাম্বো। তবে এটি আসলে এক ধরনের ওয়াটার লিলি প্রজাতির উদ্ভিদ যা ড্রাকেনা স্যান্ডেরিয়ানা নামে পরিচিত। এটি অনেক শক্ত ধরনের। এটি কম আলোতে বড় হয় এবং মাটিতে বা সরাসরি পানিতেও লাগানো যায়। এটি তার মালিকের জন্য সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। দ্রুত বর্ধনশীল উদ্ভিদ হওয়ায় এটি ছাঁটাই করতে হতে পারে। উষ্ণ জলবায়ু এবং সরাসরি পানিতেও থাকতে পারে। তবে এটি পোষা প্রাণীদের জন্যও বিষাক্ত।
৬। পিস লিলি

এটি কম রক্ষণাবেক্ষণ ও সূর্যালোকের অভাবেও সৌন্দর্য ছড়াতে সক্ষম। তবে পিস লিলি যদি ফুল ফোটাতে চান, তাহলে উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো প্রয়োজন হবে। যত্নের ক্ষেত্রে নিয়মিত পানি দেওয়া এবং মাটি আর্দ্র রাখা বাঞ্ছনীয়। শিকড় পচা রোধ করার জন্য মাটির অতিরিক্ত পানি নিষ্কাশন করতে হবে। এ জন্য পাত্রে নিষ্কাশনের গর্ত রাখতে হবে। পাতা মুছে রাখতে পারলে ভালো হবে, এটি শুধুমাত্র উদ্ভিদ সুন্দরই রাখে না, আলো শোষণ করতেও সহায়তা করে।
৭। ড্রাকেনা

ছায়াপ্রবণ স্থানের জন্য বৃহত্তর জাতের উদ্ভিদ হিসেবে ড্রাকেনা রাখা যেতে পারে। এই গাছের যত্ন নেওয়া বেশ সহজ। এটি ছোট আকার থেকে বড় গাছের মতো হয়ে থাকে। উজ্জ্বল, পরোক্ষ আলো পছন্দ করলেও বড় হওয়ার জন্য কম থেকে মাঝারি আলোর প্রয়োজন হয়। ড্রাকেনা আর্দ্র অবস্থা পছন্দ করায় বাথরুম বা রান্নাঘরেও রাখা যায়। অন্যান্য গাছের তুলনায় কম পানির প্রয়োজন হয়। আর এটির উপরের কয়েক ইঞ্চি মাটি সম্পূর্ণরূপে শুকনো রাখতে পারলে ভালো।