গত জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে তা করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের সময় পলক জানিয়েছেন, ইন্টারনেট বন্ধ করে সেই সময়ে সংঘটিত গণহত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল।”
ইন্টারনেট বন্ধ ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।