ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নভঙ্গ হলো বার্সেলোনার। দ্বিতীয় লেগে ইন্টারের ঘরের মাঠে ক্যামব্যাক করেও শেষ মূহূর্তে ধরাশায়ী হলো কাতালানরা। সান সিরোতে ৪-৩ গোলের নাটকীয় হার এরপরেও নারাজ নন বার্সার কোচ হান্সি ফ্লিক। নামিনে ইয়ামাল, রাফিনহাদের পারফরম্যান্সে গর্বিত ফ্লিক। ম্যাচ শেষে গণমাধ্যমে ফ্লিক জানান, ‘আমি আমার দল নিয়ে গর্বিত।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি হতাশ, তবে দলের পারফরম্যান্স নিয়ে নয়।
তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং দুর্দান্ত খেলেছে। যদিও আমরা বাদ পড়েছি, তবুও আগামী মৌসুমে আবার চেষ্টা করব। আমরা আমাদের সমর্থক ও ক্লাবকে গর্বিত করতে চাই।’
ফ্লিক খেলোয়াড় ও সমর্থকদের উদ্দেশে উৎসাহমূলক বার্তা দিয়ে বলেন, ‘এই অভিজ্ঞতা থেকে আমরা শিখব। আমরা শিখতে চাই, উন্নতি করতে চাই। আগামী মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব।’
তরুণ দল নিয়ে ফ্লিক বলেন, ‘আমাদের দলটি তরুণ, আমাদের আরো পরিণত হতে হবে। রক্ষণসহ বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। তবে আমরা লড়াই চালিয়ে যাব। এই ম্যাচটা শেষ। এখন ঘুরে দাঁড়াতে হবে, সামনে এল ক্লাসিকো আছে। আমি আমার দলকে জাগিয়ে তুলব।’
হারের পরও ইন্টার মিলানকে অভিনন্দন জানান ফ্লিক। দলটির প্রশংসা করে বার্সা কোচ বলেন, ‘ইন্টার দারুণ দল। তারা একসঙ্গে খেলে, ভালোভাবে রক্ষণ করে এবং দলে দুর্দান্ত স্ট্রাইকার রয়েছে। তাদের মিউনিখে শুভকামনা জানাই।’
রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিক বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না, তবে ৫০-৫০ সিদ্ধান্তগুলো তাদের পক্ষে গেছে। আমাদের এটা মেনে নিতে হবে।’
বার্সেলোনার সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ এল ক্লাসিকোতে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় লা লিগা শিরোপার পথে তাদের অনেকটাই এগিয়ে দেবে।