ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশে ও বিদেশে ক্যারিয়ার হিসেবে বায়োটেকের সুযোগসুবিধা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। নেটওয়ার্ক অফ ইয়াং বায়োটেকনোলজিস্ট অফ বাংলাদেশ (NYBB) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা এ আয়োজন করে। শনিবার (২৯ জুলাই) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আবু রেজার সভাপতিত্বে ও এক্সিকিউটিভ মেম্বার শতাব্দি ইসলাম শান্তার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক অফ ইয়াং বায়োটেকনোলজিস্ট অফ বাংলাদেশ (NYBB) তৃতীয়তম কমিটির চিফ অপারেটিং অফিসার (সিও) সুব্রত কর্মকার।
এসময় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বায়োটেক প্লান্ট) অফিসার তাসনিম-ই-তারিক আবির ও জার্মানির হ্যানোভার মেডিকেল স্কুলে পিএইচডি অধ্যয়নরত জিনিয়া আফরিন। এছাড়াও ওয়েবিনার প্রোগ্রাম পরিচালনা করেন সংগঠনটির সহ-সভাপতি মনির হোসেনের ও কোষাধ্যক্ষ শোভন সাহা।
জানা যায়, ২০০ অধিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দু’শ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে এ ওয়েবিনারে অংশগ্রহণ করে।
সংগঠনটির সভাপতি আবু রেজা বলেন, সভাপতি হিসাবে এটা আমার প্রথম প্রোগ্রাম ছিল। দেশের ২০ টার ও অধিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি মুগ্ধ। আশাকরি দেশে ও বিদেশে বায়োটেক গ্রাজুয়েটদের ক্যারিয়ার প্লানিংয়ে কিছুটা হলেও এ ওয়েবিনার সহযোগিতা করবে।