ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে প্রথম বিদেশী শিক্ষার্থী হিসেবে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) সম্পন্ন করেছেন ভারতীয় নাগরিক ইউসুফ আলী। তিনি আরবী ভাষা ও সাহিত্যর উপর এ ডিগ্রি অর্জন করেন।
শনিবার (০৯ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তার হতে এ সনদপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।
জানা যায়, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের তত্ত্বাবধানে তিনি এই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬২তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে এই পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়।
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়