ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বৈশাখী মঞ্চ’ তৈরির জন্য কাটা হয়েছে বিশাল আকৃতির তিনটি গাছ। এই কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে প্রত্যুত্তরে একই স্থানে চারটি বৃক্ষ চারা রোপন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ বৃক্ষ রোপণ করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান সহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মুখলেসুর রাহমান সুইট, সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম, উদয় দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস ও অন্যান নেতাকর্মীরা।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৃক্ষ নিধনের প্রতিবাদে আজকে আমরা এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আমরা সাংস্কৃতিক চর্চার বিরোধী নয়,তবে মঞ্চটি এমন জায়গায় স্থাপন করা হোক যেখানে একাডেমি কার্যক্রম বিঘ্ন না ঘটিয়ে,অবাধ সাংস্কৃতিক চর্চার সুযোগ থাকবে।”
উল্লেখ্য, গতো রবিবার (০৩ মার্চ) ’বৈশাখী মঞ্চ’ নির্মাণ করতে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের মাঝে বটতলা এলাকায় এ গাছ কাটেন কর্তৃপক্ষ।
তামিম আশরাফ
ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া