গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীর প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের (এ ইউনিট) সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) বেলা ১১টায় শুরু হয় এ পরিক্ষা এবং যা শেষ হয় বেলা ১২টায়।
পরীক্ষা শুরু পরবর্তী উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম পরিক্ষা অনুষ্ঠিত হওয়া অনুষদ ভবন পরিদর্শনে জান। এসময় অনুষদ ভবনে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার রুমগুলো ঘুরে দেখেন এবং সুষ্ঠু,সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে প্রায় ১৫০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এবং পরীক্ষার্থীদের উপস্থিতি ছিলো আশাাব্যঞ্জক।