ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টায় বিভাগটির হল রুমে এ দোয়া মাহফিল শুরু হয়।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থিউলজি এন্ড ইসলামী স্টার্ডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী। দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম ও প্রভাষক নাসির মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম।
বিভাগ সূত্রে, বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আদনান ও বিভাগটির শিক্ষক প্রভাষক নাসির মিয়ার পিতার পরলোকগমন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনের অসুস্থতা উপলক্ষে এ দেয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান আলোচক অধ্যাপক আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বিভিন্ন কারণে আমরা ধর্মীয় আচার থেকে দূরে আছি। তাই মুসলমান হিসেবে সকলেই আমাদের ধর্ম মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ বিভিন্ন দুঃখ, দুর্দশা ও অসুস্থতা দিয়ে আমাদের পরীক্ষা করেন। তাই আমাদের অসুস্থতার সময় ধৈর্য্য ধারণ করবো। মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে অসুস্থতা দুর হয়।
আমরা নামাজের মধ্যেও নিজের জন্য এবং অপরের জন্য দোয়া করি। তাই নামাজ পরলেই সকলের জন্য দোয়া করা হয়। আমরা সবসময় বিপদ আসার আগে বিপদ থেকে রক্ষার জন্য দোয়া করবো। সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। তাই আমরা সকলের সুস্থতার জন্য দোয়া করবো।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল বলেন, আমাদের পরিবারের যে সকল সদস্য দুনিয়া থেকে চলে গেছেন এবং যারা অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন স্যার হৃদরোগে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সকলে তার জন্য দোয়া করবো। সর্বোপরি আমরা সকলে সকলের জন্য দোয়া করবো।