ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম তৌহিদুল ইসলাম সভাপতি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম আল সাকিব (দ্বীপ) সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মুর্শিদ আলম ও অধ্যাপক ড. ইকবাল হোসেন এবং বৃহত্তর ঢাকা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইকরাম খান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়া, নাইমুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক ইসনাইন ভূঁইয়া মুকুল, ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক তাইয়্যেবা আক্তার, কোষাধ্যক্ষ ইউসুফ আহম্মেদ, দপ্তর সম্পাদক আরমান হোসেন জয় ও প্রচার সম্পাদক সোহরাব উদ্দিন আহম্মেদ।
উল্লেখ্য, কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।