ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃসেশন খেলা। এতে ব্যাডমিন্টন, কেরাম, লুডু, দাবা ও ক্রিকেট এই পাঁচ ধরনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। গত বুধবার (১৫ জানুয়ারি) এ খেলার উদ্বোধন করা হয়।
বিভাগ সূত্রে জানা যায়, খেলায় বিভাগের প্রত্যেক সেশনের নারী পুরুষ উভয় শিক্ষার্থী অংগ্রহন করছে এবং অত্যন্ত প্রতিযোগীতার সাথে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। আউটডোর খেলা ক্রিকেটের সমাপনী ম্যাচ আগামী ২২ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল-রেজা বলেন, আমরাই প্রথমবারে মতো আন্তঃসেশন ইনডোর ও আউটডোর খেলা শুরু করেছি। এতে ছেলে ও মেয়ে উভয় অংশগ্রহণ করছে এবং সকল সেশনের শিক্ষার্থীরা আন্তরিকতার সাথে এ খেলা উপভোগ করছে। আমরা খেলা উপলক্ষ্যে নিজেরা নিজেদের নিরাপত্তা দিচ্ছে। এতে প্রসাশনের কোন হস্তক্ষেপ দরকার হচ্ছে না।