ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার দফতর, অর্থ ও হিসাব বিভাগ এবং প্রধান প্রকৌশলীর কার্যালয়ের নেমপ্লেট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় ক্যাম্পাস সংলগ্ন এলাকার ৭-৮ জন বহিরাগত মোটরসাইকেলে এসে একযোগে এ হামলা ভাঙচুর চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষাদর্শীরা। এসময় প্রধান প্রকৌশলীকে অফিসে না আসার হুমকি দেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত দুর্বৃত্তরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের রেজিস্ট্রার দফতরের এবং অর্থ ও হিসাব বিভাগের কার্যালয়ে ভাঙচুর করে। পরে সেখান থেকে ৩০০ মিটার দূরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ভাঙচুর করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রধান প্রকৌশলী এ.কে.এম শরীফ উদ্দিন বলেন:
‘আমি অফিসে বসে কাজ করছিলাম। এসময় কিছু লোকজনের চেঁচামেচি ও ভাঙ্গচুরের শব্দ শুনতে পাই। রুম থেকে বের হয়ে দেখি, রুমের নেইম-প্লেটাগুলো ভেঙ্গছে। ভাঙ্গা শেষে চলে যাওয়ার সময় তারা উচ্চ শব্দে হুমকি দিয়ে আমাকে বলেন, আগামীকাল থেকে যেন আপনাকে অফিসে না দেখি।’
এদিকে এই বিষয়ে জানতে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও অর্থ ও হিসাব শাখার পরিচালক জাকির হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
ভাঙচুর কান্ডের বিষয়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক এস এম সুইট বলেন:
‘বিভিন্ন দফতরে ভাঙচুর স্পষ্ট দুর্বৃত্তায়ন। এসব কাজ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী করতে পারে না। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।’
- তামিম/আরএস//