ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জামাল উদ্দিন। শনিবার (১১ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, বিভাগটির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতির মেয়াদ গত ৯ -০১-২৫ তাং শেষ হওয়ায় উক্ত বিভাগেরই সিনিয়র শিক্ষক অধ্যাপক জামাল উদ্দিন কে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির ১০(১) ধারা মোতাবেক ১০-০১-২৫ থেকে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, ‘আমি গর্বিত যে আমি আমার ছাত্রের কাছে থেকে দায়িত্ব নিয়েছি। অধ্যাপক জাকির হোসাইন তার দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আমি আমার যথাসাধ্য দায়িত্ব পারন করবো। যদি যথাযথ দায়িত্ব পালন করতে না পারি তাহলে দায়িত্ব ছেড়ে দিবো। আমি সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করবো।’