ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪। এতে ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা তাদের জার্সিতে ফিলিস্তিন মানচিত্র ও স্ট্যান্ড উইথ ফিলিস্তিন লিখে নির্যাতিত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান।
সোমবার (০৪ মার্চ) পূর্ব নিধারিত সূচি অনুযায়ী ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগ ও সমাজ কল্যাণ বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এসময় তারা তাদের পরিহিত জার্সিতে এই ভিন্নধর্মী সমথর্ন জানান।
এসময় তাঁরা ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর বর্বর ইহুদি ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানান। এবং ফিলিস্তিনের মুক্তিকামী সাধারণ জনগণের সাথে একাত্মতা জানিয়ে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতির জন্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংগঠন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকাসহ পুরো বিশ্বের প্রতি আহ্বান করেন।
উল্লেখ্য, গতো মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হয় এই আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুনামেন্ট। এতে প্রায় ৩৬ বিভাগ অংশগ্রহণ করছে।
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া