আজ দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পিঠামেলা চলাকালীন মেলায় আসা বহিরাগতদের ইভটিজিং এ বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একই ইস্কুলের রউফুল কায়েশ ইশান (১৬) এবং তামিম শেখ (১৬) নামের দশম শ্রেনীর দুই শিক্ষার্থীকে ছুরিঘাতে গুরুতর আহত করে ইফটিজাররা । পরবর্তীতে তাদের সুচিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সকাল থেকে পিঠা মেলা শুরু হয় ইস্কুলের মাঠ প্রাঙ্গণে। মেলায় ইস্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় সর্বস্তরের মানুষ। একপর্যায়ে বহিরাগত কিছু বখাটে ছেলে ইস্কুলের ছাত্রীদের ইভটিজিং শুরু করলে বাধা প্রদান করে একই স্কুলের দশম শ্রেণীতে অধ্যয়নরত রউফুল ইসলাম ইশান (১৬) এবং তামিম শেখ (১৬)। এতে করে ক্ষিপ্ত হয় ইভটিজাররা এবং ছুরি দিয়ে আঘাত করে ওই দুই শিক্ষার্থীকে। এর পর আহতদের সুচিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ছুরি দিয়ে আঘাত করা মো. হাসিব শেখ (১৮) ও বাঁধন মিয়া (১৮) নামের দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে দামোদর ৯ নং ওয়ার্ড এর মেম্বর মো. রায়হান সরদার এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে ঘটনাটিকে তিনি মোটেও ভালোভাবে নেন নাই। ছুরি নিয়ে ইস্কুলের ভিতর প্রবেশ করে ঝামেলা করাটাকে অনেকটা পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন তিনি। এর পিছনে ইন্ধন দাতাও থাকতে পারে বলে ধারণা তার।
এইচ এম মাসুম হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা