পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে মার্কিন আইনপ্রণেতাদের বিবৃতির তীব্র সমালোচনা করেছেন।
তিনি প্রশ্ন তোলেন, যেসব বিদেশি শক্তি পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কেন এখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতার পক্ষে কথা বলছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গড়ি খুদা বখশে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ১৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিলাওয়াল এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশি শক্তিগুলো পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি ও প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থ রক্ষায় রাজনীতি একপাশে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিলাওয়াল দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ। পিটিআই নেতা ইমরান খান তাদের শুধু একটি অজুহাত; মূল লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা সক্ষমতা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের চারটি প্রতিরক্ষা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাফ জানিয়ে দেন, পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
অন্যদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে মার্কিন কূটনীতিক রিচার্ড গ্রেনেলের বিবৃতিকে স্বাগত জানায় পিটিআই। তবে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এন এবং পিপিপি এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই নিষেধাজ্ঞাকে “পক্ষপাতমূলক ও দুর্ভাগ্যজনক” বলে আখ্যা দিয়েছে। বিলাওয়াল বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আরএস//বিএন